পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যা, ৩ জনের তিন বছরের আটকাদেশ

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে শিশু সাগর বর্মনকে হত্যায় ৩ জনকে সাড়ে তিন বছর করে আটকাদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (১১ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার নাজমুল হক শ্যামল। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাকিব, আকাশ ও সোহেল।
বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পি.পি) এড. রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্পেশাল পি.পি রকিবুদ্দিন আরও জানান, ২০১৬ সালে রূপগঞ্জে যাত্রামুড়া এলাকায় জাবেদা টেক্সটাইলে মেশিনের মাধ্যমে শিশু সাগর বর্মনের পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করা হয়। এসময় এঘটনার সাথে জড়িতদের বয়স ১৮ এর নিচে ছিল। বর্তমানে আসামিদের বয়স ১৮ পেরিয়ে গেছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের সাড়ে ৩ বছরের আটকাদেশ দিয়েছেন। আদেশ ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।