দিনাজপুরে ২ টি মোটরসাইকেল-অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত-৩

জুন ১৫ ২০২৪, ১৯:১৮

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর নবাবগঞ্জে দুটি মোটরসাইকেল ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩জন।

মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১১টায় নবাবগঞ্জ দাউদপুর সড়কের ওমর হাজির চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি হলেন,বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামে আজিজুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী মোঃ ইসমাইল (২৮)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে দাউদপুর থেকে মোটরসাইকেলযোগে ইসমাইল বাড়ি ফিরছিলেন। এ সময় নবাবগঞ্জ টু দাউদপুর রাস্তায় ওমর হাজির চাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল ও অটোভ্যানে থাকা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) তাওহিদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও