আমি চাইনা দিনাজপুরের কোনো রোগী ঢাকায় যাক, বরং এখানেই চিকিৎসা হোক- স্বাস্থ্যমন্ত্রী
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী।
রবিবার (১৪ জুলাই) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোঃ খোরশেদ আলম, দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হওয়ার পর এটাই (দিনাজপুরে) প্রথম আমার পরিদর্শন। পরিদর্শনের পর চিকিৎসক, পরিচালক, হুইপসহ অন্যান্যদের কাছে আমি অনেক কিছু শুনেছি। কিন্তু আমি তো এখানে বসেই সবকিছু সমাধান করতে পারবো না। তবে আমরা অ্যাকশন নিচ্ছি। সিটি স্ক্যান মেশিনসহ হাসপাতালের যাবতীয় যন্ত্রপাতির বিষয়ে যত দ্রুত সমাধান করা যায় সে নিয়ে আমি কাজ করবো। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থা করা, আমি চাই না যে দিনাজপুরের কোনও রোগী ঢাকায় যাক বরং এখানেই চিকিৎসা হোক।
হাসপাতালগুলোকে স্বাবলম্বী করা ও ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ক্লিনিকের কোনো অনিয়ম দেখলে তা বন্ধ করে দেবো। আমি পঞ্চগড়ে একটি ক্লিনিকে গেছি, সেটি বন্ধ করে দিয়েছি। যেই ক্লিনিকে অনিয়ম দেখা যাবে, সেই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। আমি তো হঠাৎ আসি, হঠাৎ যাবো। এটার জন্য আমি প্রত্যেক সিভিল সার্জনকে বলছি, ওনারা যেন এটার প্রতি নজর রাখেন। ওনাদের এখানে যদি কোনও অনিয়ম দেখি তাহলে আমি সিভিল সার্জনকে দায়বদ্ধ করবো।
এর আগে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়াম ভবনের উদ্বোধন, কলেজের আয়োজনে অডিটোরিয়ামে শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।