দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে আজকে অংশ নেয়া ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ

জুলাই ৩১ ২০২৪, ২২:১৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ বুধবার ( ৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের আটক করে ডিবি এবং কোতয়ালী থানা পুলিশ।

বৈষম্য রিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসুচীর অনুযায়ী দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজসহ কয়েকটি কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। তারা প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনের প্রাক্কালে পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ ফরিদ হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁরা আসলে প্রকৃত শিক্ষার্থী কিনা, তা খোঁজখবর নিয়ে যদি সহিংসতার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে অভিভাবকদের ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও