রূপগঞ্জে ধানক্ষেত থেকে বাবুল (৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নভেম্বর ২৫ ২০২৪, ১৬:০৪

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধান ক্ষেত থেকে বাবুল মিয়া (৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার এ লাশ উদ্ধার করা হয়।

বাবুল মিয়া গাজীপুর জেলার পুবাইল থানার কাজিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

রূপগঞ্জ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০ টার দিকে আগলা এলাকার ধান ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে অটো রিক্সা চালক বাচ্চু মিয়ার লাশ শনাক্ত করেন।

তিনি আরো জানান, রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা গলায় লোহার চেইন পেচিয়ে অটোরিকশা চালক বাচ্চু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে নিরাপদ স্থান মনে করে ধান ক্ষেতে তার লাশটি ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে।

এই ঘটনায় কোন স্থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও