জুন ১৯ ২০২৫, ২১:১২

Spread the love

রিনতাহা চৌধুরী তুহি (পরি) কে জন্মদিনে শুভেচ্ছা  বাণী

চিন্তাবিদ গবেষক সমাজসেবী, ডিটেকটিভ, মানবাধিকার কর্মী সাংবাদিক ও সঙ্গীত অনুরাগী তালহা চৌধুরী রুদ্র  এক মাত্র মেয়ে রিনতাহা চৌধুরী তুহি (পরি)কে জন্মদিন শুভেচ্ছা।

 

চার বছরে পা দিয়েছে, হাসির রাজকন্যা,

বাবা মা’এর দুনিয়া, তুমি তাদের সোনা।

খেলা আর আনন্দে, প্রতিদিন নতুন দিন,

তুমি সবাইকে দেবে, একটুখানি হাসির রিন।

রঙ-বেরঙ্গের দুনিয়া, ফুলের মতো প্রস্ফুটিত,

তোমার ছোট্ট পায়ের ছোঁয়ায়, পৃথিবীটা জেগে উঠি।

কামনা করি তোমার জন্য, ইচ্ছার সবটাই পূর্ণ,

ভালবাসা আর সুখে, সেজে থাক সারা ক্ষণ।

জন্মদিনের এই মেলায়, সবাই মিলে গাই,

চার বছর তোমার জীবনে, আবার আসুক আরও কয়!

শুভ জন্মদিন, প্রিয় রাজকন্যা!

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও