দেশের প্রান্তিক পর্যায়ে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)

জুলাই ০৪ ২০১৯, ২২:০৮

Spread the love
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ পরিবার পরিকল্পনা অধিদফতরে আয়োজিত সভায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার এবং গুড নেইবারসের দেশীয় পরিচালক মাইনউদ্দিন মইনুল।

চুক্তির আওতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীন চলমান স্থানীয় স্বাস্থ্য কর্মী উন্নয়ন ও দুটি সরকারি পরিবার কল্যাণ কেন্দ্রের মান উন্নয়নে কাজ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি।

কর্মকর্তারা জানান, গুড নেইবারস বাংলাদেশ মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য গুড নেইবারস ইন্টারন্যাশনাল ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির যৌথ আর্থিক-সহযোগিতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর এবং ঈশানিয়া ইউনিয়নে এ প্রকল্প শুরু করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও