মেনন পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চান না কেনো?-পীর হাবিবুর রহমান

১,তিনি কি ক্যাসিনো বিতর্ক থেকে নিজের ইমেজ রক্ষার কৌশল নিয়েছেন?
২.মেনন কি মন্ত্রীত্ব না পাওয়ার বেদনা থেকে আর্তনাদ করছেন?
৩.রাশেদ খান মেনন কি কোন ষড়যন্ত্রের পথে পা দিয়েছেন নাকি কোন আলামত টের পেয়েছেন?
৪,রাশেদ খান মেনন কি বিবেক তাড়িত হয়ে গ্লানি থেকে সত্য কথা বলছেন?
শেষেরটা যদি সত্যি হয় তাহলে তিনি ১৪ দল বা মহাজোটের সাথে সম্পর্ক ছিন্ন করে সংসদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইছেননা কেনো?
মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে যতো সুযোগ সুবিধা নিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ঘোষনা দিচ্ছেননা কেনো? এ বিষয়ে আওয়ামীলীগসহ ১৪দলের বক্তব্য আসা জরুরী।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: সাংবাদিক, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।