রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডে সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশুর মৃত্যু

অক্টোবর ৩০ ২০১৯, ২২:৫৩

Spread the love
আগমনী ডেস্কঃ রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর রোডে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র এবং একজন ছাত্রী রয়েছে।বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বেলা সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ৫শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে তাদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় এক নারীর ডান হাত উড়ে যায়। এছাড়া বেলুন বিক্রেতাসহ আরও তিনজন গুরুতর আহত হন।’

ফায়ারসার্ভিস সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেল বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও