ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের জের : উত্তপ্ত ত্রিপুরায় ইন্টারনেট-এসএমএস সেবা বন্ধ

ডিসেম্বর ১২ ২০১৯, ২০:১৭

Spread the love

আগমনী ডেস্কঃভারতের লোকসভায় বিতর্কিত নাগরিক সংশোধনী বিল পাস  পর এর প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখো মানুষ। নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা, আসামসহ বিভিন্ন রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, ত্রিপুরায় গতকাল মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তার উত্তর-পূর্বের ছাত্র সংগঠনের (নেসো) ডাকা ১১ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে ত্রিপুরায় সহিংসতা শুরু হয়। এ সহিংসতা রুখতেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় বিপ্লব দেবের সরকার।

মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভকারীরা ত্রিপুরার রাজধানী আগরতলায় জড়ো হতে থাকেন। তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এরপর এ বিক্ষোভ রুখতেই ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দেয় ত্রিপুরা সরকার।

অন্যদিকে, নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে ত্রিপুরার মাধববাড়ি এলাকায় করা বিক্ষোভে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন পুলিশ সদস্যও রয়েছেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও