ফাঁদ পেতে ঘুষের টাকাসহ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর এর সহকারী নিয়ন্ত্রক আলমামুদ গ্রেপ্তার

ডিসেম্বর ২৫ ২০১৯, ০০:০০

Spread the love

আগমনী ডেস্কঃফাঁদ পেতে ঘুষের টাকাসহ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের সহকারী নিয়ন্ত্রক আলমামুদ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সরকারি কার্যভবন-১ এর নিজ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক মাহবুবুল আলম। এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন দণ্ডবিধির ১৬১ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ (২) একটি মামলা করেছেন।

দুদক সূত্র জানায়, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) নবায়নের জন্য আশা করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর আজিমুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন আলমামুদ। এ নিয়ে আজিমুল ইসলাম দুদকের কাছে অভিযোগ করেন। সব আইনি প্রক্রিয়া শেষে ফাঁদ পেতে আজ বিকেলে ঘুষের টাকাসহ নিজের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিকে থানায় হস্তান্তর করা হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও