বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণে নেয়া যাবে ১০ হাজার ডলার

ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১১:৪২

Spread the love

আগমনী ডেস্কঃবিদেশ ভ্রমণকারীদের জন্য সুসংবাদ দিলো বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বিদেশে যাওয়া-আসার সময় ব্যক্তির সাথে রাখা ডলারের সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।এখন থেকে ব্যাংকটির অনুমতি ছাড়াই নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নেয়া যাবে। যদিও আগে এর পরিমাণ ছিল মাত্র পাঁচ হাজার ডলার।

এর আগের নির্দেশনা অনুযায়ী, বিশ্বের যেকোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন।তবে নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যেকোনও পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও