কলকাতায় ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে গোমূত্র,বেরসিক পুলিশের হাতে গ্রেফতার ১
পুলিশ জানায়, প্রতারণা ও বিপজ্জনক রোগ ছড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর পানীয় বিক্রির অভিযোগে গ্রেফতকারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।পুলিশ আরও জানায়, সকালে দিল্লি রোডঘেঁষা চাকুন্দি হাওড়া ব্রিজ এলাকায় এক লিটারের জলের বোতলে গোমূত্র ভরে বিক্রি করছিলেন মামুদ।
কয়েক দিন ধরে সংবাদমাধ্যম এবং নানা সূত্রে করোনাভাইরাসের প্রকোপের খবর শুনে অনেকেই এই গোমূত্র কিনতে জড়ো হয়েছিলেন। মানুষের সেই আতঙ্কের সুযোগ নিয়ে মামুদ চড়াদামে এক লিটার করে গোমূত্র বিক্রি শুরু করেন। বড় প্লাস্টিকের কনটেইনারে ভরেও গোমূত্র বিক্রি করছিলেন তিনি। অনেকেই উপশম খুঁজতে তা কেনেন।
চন্দননগরের পুলিশ কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, মামুদকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে ঠিক কী উদ্দেশ্য কাজ করছে, তাকে জেরা করলে তা জানা যাবে।