মাদারীপুরের শিবচরে লকডাউন-শুধু ওষুধ,কাঁচামাল ও মুদি দোকান আওতামুক্ত

মার্চ ১৯ ২০২০, ১৯:০২

Spread the love

আগমনী ডেস্কঃকরোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শিবচর লকডাউনের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে করোনার কারণে প্রয়োজনে দেশের কিছু অঞ্চলে লকডাউন করা হতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিবচর ও মাদারীপুর ভালনারেবল। এ জেলায়ই করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। সেখানেই বেশি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে লকডাউন করা হবে। তার এই বক্তব্যের পরই বিকেলে শিবচর লকডাউন হলো।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও