আতঙ্কগ্রস্ত হয়ে বেশি কিনবেন না,সরকারি ও বেসরকারি গুদামে প্রচুর খাদ্য মজুদ রয়েছেঃপ্রধানমন্ত্রী

মার্চ ২১ ২০২০, ১৪:২৬

Spread the love
আগমনী ডেস্কঃ অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে দেশের জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ১৭ লাখ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামেই মজুদ আছে। সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম আমাদের মজুদ আছে। এছাড়া আমাদের বেসরকারি রাইস মিলের কাছেও প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে। অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বেশি কিনবেন না ও মজুদ করা থেকে বিরত থাকুন। এভাবে বাড়তি কেনাকাটা করে দাম বাড়িয়ে ফেলা গর্হিত কাজ। যার যতটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করুন।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শেষে এ কথা বলেন তিনি।তিনি বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের খাদ্যদ্রব্যের কোনো সমস্যা না,ইসরকার প্রধান বলেন, ‘এছাড়াও সারা বাংলাদেশের বড় কৃষকদের কাছেও ধান, চাল মজুদ আছে। আমাদের ক্ষেতে ফসল আছে, কৃষক ফসল ফলাচ্ছেন। তরকারি, শাক-সবজি আমাদের প্রচুর উৎপাদন হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আতঙ্কের কিছু নেই। আমি অর্থমন্ত্রী, অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এছাড়া আমাদের যে রিজার্ভ আছে তাতে এক বছরের খাদ্য আমরা কিনতে পারব।’

বিদেশ ফেরত বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তাদের বলব এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। আপনি নিজেও সংক্রমিত হবেন, পরিবার সদস্যদের সংক্রমিত করবেন। অন্য আরও ১০ জনও আক্রান্ত হবে। তাই সচেতন হোন।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও