করোনাভাইরাসঃ ইতালিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন,একদিনেই ৬২৭ জনের মৃত্যু

মার্চ ২১ ২০২০, ১৪:৩৮

Spread the love

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই (২০ মার্চ) ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে। প্রায় ৭৯ দিনে এই ভাইরাসে বিশ্বের ১৭৩ টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে , শুক্রবারের (২০ মার্চ) দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর আগে (১৯ মার্চ) মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গিয়েছিল ইতালি।

ইতালির প্রদেশ লুম্বারদিয়ায় মৃতের শতকরা হার ৬৭ ভাগ। দেশটিতে নারীদের তুলনায় বেশি মারা যাচ্ছেন পুরুষরা। পুরুষ ও নারীদের মৃতের শতকরা হার পুরুষ ৬২ ভাগ ও নারী ৩৮ ভাগ।ইতালিতে ৪০ বছরের নীচে মারা গেছেন মাত্র ২ জনের মৃত্যু।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

এ পর্যন্ত এই রোগে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৮০২ এবং মারা গেছেন ১০ হাজার ৫৪০ জন। শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ এবং মারা গেছেন তিন হাজার ২৪৮ জন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও