আগামীকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত ও কোয়ারেন্টিনে রাখতে আরও কঠোর হবে সেনাবাহিনী ও আইনশৃংখলাবাহিনী

এপ্রিল ০১ ২০২০, ২২:৫৭

Spread the love
আগামী ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে চলমান সংকটের মধ্যে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে আগামীকাল থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী,পুলিশ ও অন্যান্য আইনশৃংখলাবাহিনী।

আজ বুধবার বাহিনীসমূহের নিকট থেকে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম ওই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৫৪ জন, মৃত্যুবরণ করেছে ৬ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। আর কোয়ারেন্টিনে রয়েছে ২৬ হাজার ২৩ জন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও