বরিশালে ১ লাখ ৩০ হাজার কর্মহীন পাবে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা,প্রথম দিনে পেয়েছেন ১২৬ জন

মে ১৪ ২০২০, ১৬:৪০

Spread the love

আগমনী ডেস্ক:  মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তা  পেয়েছেন বরিশালের ১২৬ জন কর্মহীন দরিদ্র।

আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এদের ৫জনকে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। এই ৫জন সহ জেলায় আজ প্রথম দিন ১২৬জনকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।জেলায় মোট ১ লাখ ৩০ হাজার মানুষকে এই সহায়তা দেয়া হবে। এর মধ্যে বরিশাল জেলায় সুবিধাভোগী ৯০ হাজার এবং সিটি করপোরেশন এলাকায় ৪০ হাজার জন।

জেলা প্রশাসক কার্যালয়ে নগদ অর্থ পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজমিস্ত্রী রিয়াজ হাওলাদার, বাকেগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন কুমার চন্দ, উজিপুরের অটোরিক্সা চালক সবুজ তালুকদার, মেহেন্দিগঞ্জের দিনমজুর রাশেদুল ইসলাম, গৌরনদীর ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল।

সারা দেশে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫০ লাখ মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বেলা ১২টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচীর উদ্ধোধন করেন তিনি।

এ সময় বরিশালপ্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য পংকজ নাথ, নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও