২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড : শনাক্ত ১৬০২,মৃত্যু ২১

মে ১৮ ২০২০, ১৪:৪২

Spread the love

আগমনী ডেস্ক:  ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ১৬০২, সর্বোচ্চ মৃত্যু ২১;

মোট নমুনা পরীক্ষা ৯৭৮৮টি।

১৮ মে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আপনার সুরক্ষা আপনার হাতে- স্বাস্থ্য অধিদপ্তর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৌশলে ঘরমুখী মানুষ

নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদে কর্মস্থল ছেড়ে নিজ এলাকায় ছুটছে মানুষ। মোড়ে মোড়ে চেকপোস্ট আর বিভিন্ন ধরণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৌশলে বাড়ির পথে রওনা দিচ্ছে। ভেঙে ভেঙে বা অনেক সময় কয়েকজন মিলে মাইক্রোবাস ভাড়া করে বাড়ি ফেরার চেষ্টা করছে। অনেকে ট্রাক বা এম্বুলেন্সে করেও বাড়ি ফিরছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারের ঈদযাত্রায় তেমন ভীড় নেই। প্রথমবার সাধারণ ছুটির সময়ে যারা বাড়ি চলে গেছেন তাদের অনেকেই ঢাকায় ফিরতে পারেননি। এবারে গ্রামমুখি মানুষের সিংহভাগই তৈরি পোশাক কারখানার শ্রমিক। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরও বেশি জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও