করোনা সংক্রমণ ঠেকাতে চুড়ান্ত ট্রায়ালে অ্যান্টিবডির সংমিশ্রণ বা ‘কক্টেল

জুলাই ০৯ ২০২০, ২৩:৪২

Spread the love

আগমনী ডেস্কঃ মার্কিন বায়োটেকনোলজি সংস্থা রিজেনেরন এর বিজ্ঞানীদের তৈরি অ্যান্টিবডির সংমিশ্রণ বা ‘কক্টেল ঠেকাবে করোনা সংক্রমণ।এই অ্যান্টিবডি আসলে একাধিক করোনা-রোধী অ্যান্টিবডির সংমিশ্রণ বা ‘কক্টেল’। এটির প্রয়োগের ফলে শরীরে এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যা করোনা সংক্রমণের আশঙ্কা প্রায় ১০০ শতাংশ হ্রাস করে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। করোনা-রোধী শক্তিশালী এই অ্যান্টিবডির‘কক্টেল নিয়ে চুড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন রিজেনেরন এর বিজ্ঞানীরা।

রিজেনেরন-এর বিজ্ঞানীদের তৈরি এই অ্যান্টিবডি ‘কক্টেল’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে অ্যান্টিবডির কার্যকারিতা পরখ করে নেবেন।অ্যান্টিবডির তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালকে বিজ্ঞানীরা তাই ‘প্রতিরোধের পরীক্ষা’ বলেই উল্লেখ করেছেন। সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে ২,০০০ জন করোনা রোগীর উপর এই অ্যান্টিবডি ‘কক্টেল’ প্রয়োগ করে দেখা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও