সাধারন তাপমাত্রায় ৭২ ঘন্টায় পানিতেই মারা যায় ৯৯.৯ শতাংশ করোনা

আগস্ট ০২ ২০২০, ১৭:৪০

Spread the love
অনলাইন ডেস্কঃসম্প্রতি সাইবেরিয়া অঞ্চলের নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির রুশ বিজ্ঞানীগন
 দাবি করেছেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৯০ শতাংশ এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস-কণা মারা যায়। তাদের দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে এলে করোনাভাইরাস সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রূপে নষ্ট বা নিশ্চিহ্ন হয়ে যায়।

এই গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, নোনা পানিতে (ডিক্লোরিনেটেড) করোনাভাইরাস কিছুক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সেই সময় পানির তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের টিকে থাকার মেয়াদ। রুশ বিজ্ঞানীদের মতে, নোনা জল বা নুন জলের সাহায্যেও দ্রুত করোনা মারা যায়।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও