বরিশালের সায়েস্তাবাদ,চরমোনাই,চরবাড়িয়া বন্যায় প্লাবিত

আগস্ট ০৫ ২০২০, ২১:৪৩

Spread the love

 

আগমনী ডেস্কঃ উজানের বন্যার ঢল,অতি বর্ষন ও সাগরের নিম্নচাপে জোয়ারের ফলে প্লাবিত হয়েছে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ,চরমোনাই,চরবাড়িয়া, রায়পাশা-কড়াপুর সহ অধিকাংশ ইউনিয়নের বাড়িঘর,রাস্তাঘাট,হাট-বাজার,স্কুল-মাদ্রাসা।পুকুরগুলো বন্যাজলে ভেসে যাওয়ায় পুকুরগুলো থেকে সকল মাছ বের হয়ে গেছে। বেরিবাঁধ ও সড়ক ভেঙে প্রবল গতিতে পানি প্রবেশ করছে । এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বাসিন্দারা। জানা যায়, পানি বৃদ্ধির ফলে শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী পানবাড়িয়া চুড়ামন হায়াৎসার পিতাম্বারকাঠী রাজাপুর হবিনগর রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
আমনে ধানের বীজসহ সমস্ত ফসলি জমির ফসল এখন পানির নিচে চলে গেছে। বাড়িঘর তলিয়ে গেছে। খুবই শোচনীয় অবস্থার মধ্যদিয়ে তাদের দিন কাটছে।
পানি বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণ আরো বাড়তে পারে।উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে  দ্রুত  কার্যকরী সহায়তা দরকার। নয়তো সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি এই অঞ্চলে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বাসিন্দারা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও