চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

আগস্ট ১৯ ২০২৩, ১৬:৪৫

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে নিজ বাড়িতে অটোবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের পাঠানপাড়ায় ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন,একরামুল হক ওইপাড়ার মৃত বাহারউদ্দিনের ছেলে একরামুল হক (৫৫)।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল হক গত ১৭ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী অটোবাইক চালিয়ে রাতে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে দেয় অটোবাইকটি। কোন এক সময় পুরো অটোতে বিদ্যুত সংযোগ হয়ে যায়। শুক্রবার সকালে বৈদ্যুতিক লাইনের চার্জার থেকে খুলতে গিয়ে অটোবাইকটিতে হাত দেয়ার সাথে সাথে একরামুল হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চিরিরবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। কোন আপত্তি না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ ... আরও