পার্বতীপুরে ট্রেন দেখাতে গিয়ে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

আগস্ট ১৯ ২০২৩, ১৬:৪৮

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর পার্বতীপুরে নাতনিকে ট্রেন দেখাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দাদি ও তাঁর ছেলের ঘরের নাতনির মৃত্যু হয়েছে।

শনিবার(১৯ আগস্ট ) সকাল ১১টার দিকে পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার তিলাই নদ রেলসেতুতে এঘটনাটি ঘটেছে ।

মৃত্যু ব্যক্তিরা হলেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকা মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ এর স্ত্রী মর্জিনা বেগম(৬০) ও এক‌ই উপজেলার নশরৎপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে সাথী(৭)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ৩ দিন আগে চিরিরবন্দর উপজেলার নশরৎপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রাম থেকে মর্জিনা বেগম পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় মেয়ের ঘরের এক নাতনির বিয়ের দাওয়াতে সাথীকে নিয়ে আসেন। শনিবার সকালে মর্জিনা বেগম তাঁর নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তাঁরা পার্বতীপুর পুরাতন বাজার এলাকার তিলাই নদের রেলসেতুর ওপরে চলে যান। এ সময় ঢাকাগামী আন্তনগর দ্রুতযান ট্রেন চলে আসে। রেলসেতুর ওপরে থাকা অপর ২জন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। আর দাদি-নাতনি একসঙ্গে ট্রেনে কাটা পড়ে মারা যায়।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন,তারা অসাবধানতাবশত তিলাই নদীর রেল ব্রিজের ওপর ওঠে। কিন্তু সময়মতো ব্রিজ পার না হতে পারায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। ঘটনাস্থল দিনাজপুর রেলওয়ে থানার অধীনে হলেও আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট শেষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ ... আরও