সড়কে কোন অনৈতিক কর্মকান্ড চলবে না,অনিয়মের সকল সিষ্টেম চূর্ণ করতে হবে”

নভেম্বর ১০ ২০২০, ১৩:৩০

Spread the love

আগমনী ডেস্কঃবরিশাল মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে “মেট্রো আরটিসি ও মেট্রো সড়ক নিরাপত্তা কমিটি ” সভায় সভাপতির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় বলেন,

সড়ক পথে কোন অনৈতিক কর্মকান্ড পুষে রাখা চলবে না,অনিয়মের সকল সিষ্টেম চূর্ণ করতে হবে। অবৈধ যানচলাচল বন্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পেলে কাউকে ছাড় নয়।

তিনি আরও বলেন, পরিবহন সেক্টরে স্বাস্থ্য সুরক্ষা বিধি বাড়াতে পারলে COVID-19 সংক্রমণ থেকে অনেকটা রেহাই পেতে পারি।

সভায় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আঞ্চলিক পরিবহন কমিটি ও বিআরটিএ কর্তৃপক্ষের সমন্বয়ে মেট্রোপলিটন এলাকায় সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, রুট পারমিট, রেজিষ্ট্রেশন, ফিটনেসহীন যানচলাচল ও চাঁদাবাজি সহ সকল অনিয়ম বন্ধে গুরুত্ব আরোপ করেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সুশৃঙ্খলভাবে যানচলাচলের অনুরোধ জানান।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম,প্রক্টর বরিশাল বিশ্ববিদ্যালয়, জেলা স্কুল প্রতিনিধি, আঞ্চলিক পরিবহন কমিটি, বিআরটিএ কর্তৃপক্ষ,নিরাপদ সড়ক প্রতিনিধিবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও