আল্লাহ যখন দেন ছাপ্পড় মেড়ে দেন,উল্কাপিণ্ডের বদৌলতে ১০ কোটির মালিক

আন্তর্জাতিক ডেস্ক: আল্লাহ যখন দেন তখন ছাপ্পড় মেড়ে দেন, এমন প্রবাদের প্রচলন রয়েছে কিন্তু এবার সেই কথাই সত্যি হল ইন্দোনেশিয়ার এক সাধারন যুবক জোসুয়া হুটাগালানগুর বেলায়। রাতারাতি সাধারন অবস্থা থেকে ১০ কোটি টাকার মালিক বনে গেছেন ইন্দোনেশিয়ার ঐ যুবক জোসুয়া।
৩৩ বছর বয়সের জোসুয়া যখন নিজের বাড়িতে কাজ করছিল সে সময় আকাশ থেকে তাঁর বাড়িতে পরে এমন এক বস্তু, যা তাঁকে রীতিমতো বড়লোক করে দিয়েছে তাকে। দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক বনে যান সে।
জোসুয়ার বাড়িতে আকাশ থেকে পড়া অতি বিরল একটি উল্কাপিন্ড প্রায় ৪ বিলিয়ন বছর পুরোনো। এটির বাজারে দাম ধরা হয়েছিল ১০ কোটি টাকা।
উল্কাপিণ্ডটি মারাত্মক তীব্র গতিতে ছাদে পড়ে ছাদ ফুটে হয়ে নীচে পড়ে মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। ঘটনায় প্রথমে মারাত্মক আতঙ্কিত হয়ে পড়েন জোসুয়া। জোসুয়া জানিয়েছে, প্রথম যখন এটি পড়ে, তখন এটি মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।