আসন্ন বিট পুলিশিং সমাবেশ উপলক্ষে বিএমপিতে প্রস্তুতি ও অনুশীলন সেশন অনুষ্ঠিত

জানুয়ারি ২০ ২০২১, ১২:০৬

Spread the love

আগমনী ডেস্কঃ আসন্ন বিট পুলিশিং সমাবেশ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক প্রস্তুতি ও অনুশীলন সেশনে বিএমপি’র সকল বিট অফিসারদের সাথে ভার্চ্যুয়াল মাধ্যম ZOOM এ যুক্ত হয়ে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় অনুষ্ঠিতব্য বিট পুলিশিং সমাবেশ সফলভাবে সম্পন্ন করার নিমিত্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ২৩ জানুয়ারি ২০২১ শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় সারা দেশের ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ে এক যোগে সোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হবে।

মাননীয় আইজিপি ডঃ মোঃ বেনজির আহমেদ বিপিএম-বার মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চ্যুয়াল মাধ্যম Zoom এ সকল বিট পুলিশিং কার্যালয়ে যুক্ত হয়ে উক্ত সমাবেশে সকলের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করবেন। এছাড়াও এসময়ে পুলিশ হেডকোয়াটার্স থেকে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

উক্ত সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে, ১৯ জানুয়ারি ২০২১ বিকাল ১৫ঃ০০ ঘটিকায় বিএমপি কর্তৃক একটি অনুশীলন সেশন আয়োজিত হয়। উক্ত অনুশীলন সেশনে, বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয় নিজ কার্যালয় থেকে বিএমপি’র সকল বিট অফিসারদের সাথে ভার্চ্যুয়াল মাধ্যম ZOOM এ যুক্ত হয়ে অনুষ্ঠিতব্য সোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ সফলভাবে সম্পন্ন করার নিমিত্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ আকরামুল হাসান, সহকারী পুলিশ কমিশনার বিএমপি স্টাফ অফিসার প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ অন্যান্য অফিসারবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও