কুমিল্লার মেঘনায় নিখোঁজ হওয়ার ১০দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার!

জানুয়ারি ২৩ ২০২১, ১১:০৬

Spread the love

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় নিখোঁজের ১০ দিন পর মেঘনা হাইওয়েবাহী রাস্তার ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে গতকাল শুক্রবার বস্তাবন্দী অবস্থায় ৪ বছরের শিশু রিফানের লাশ উদ্ধার করে পুলিশ।বস্থায় কোনকিছু আছে এমন সন্দেহে এলাকাবাসী মেঘনা থানাকে অবহিত করলে মেঘনা থানা পুলিশ এসে শিশু রিফানের লাশ উদ্ধার করেন।

লাশ উদ্ধার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন, হোমনা-মেঘনা সার্কেল এএসপি, মোঃ ফজলুল করিম, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ, পিবিআই ও সিআইডি কর্মকর্তারা।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে,’আমরা রিপোর্ট হাতে পেলে অবশ্যই পরবর্তী ব্যবস্থা
গ্রহণ করবো’।

উল্লেখ্যঃ- গত ১২-ই জানুয়ারি ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মোঃ শরিফ হোসেন এর ছেলে মোঃ রিফান হাসান (৪) আনুমানিক দুপুর ১২টায় খেলাধুলা করার জন্য বাড়ির সামনের রাস্তায় যায়, পরে আর বাসায় ফেরেনি রিফান হাসান।
অনেক খোঁজাখুজির পরেও কোথায়ও কোন সন্ধান
পাওয়া যায়নী রিফানের।পরে রিফানের মা বাদী হয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও