দিনাজপুর চিরিরবন্দরে ২১৫ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর

জানুয়ারি ২৩ ২০২১, ১৬:৪৮

Spread the love

এনামুল মবিন (সবুজ) দিনাজপুর প্রতিনিধিঃ
মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(২৩ জানুয়ারী) ২০২১খ্রিঃ সকাল সাড়ে ৯ টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি। এরই অংশ হিসেবে চিরিরবন্দরে ২১৫ পরিবারকে জমির দলিলসহ বাড়ীর চাবি হস্তান্তর করা হয়।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আয়ুবর রহমান শাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সুবিধাভোগী ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও