মানিকগঞ্জ জেলার তেওতা জমিদার বাড়ি প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক স্পাপনা।

ফেব্রুয়ারি ২০ ২০২১, ১৬:৪৭

Spread the love

আনোয়ার হোসেন রনিঃ বাংলাদেশের প্রাচীন জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্পাপনাটি  মানিকগঞ্জ জেলার শিবালয়ে উপজেলায় অবস্হিত। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্হিত।
ইতিহাস : ইতিহাসবিদদের মতে সতের’শ শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রূতি অনুসারে, পঞ্চানন সেন এক সময় খবুই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়ার পর এই প্রসাদটি নির্মান করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্টিত করে জয়শংকর ও হেমশংকর দুই ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুই জন ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়।এছাড়া এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি চিহৃ। এ প্রসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েন ও লিখেছিলেন-
” তুমি সুন্দর তাই চেয়ে থাকি
সেকি মোর অপরাধ।”

অবকাঠামো: তেওতা জমিদার বাড়িটি মোট ৭.৩৮ একর জমি নিয়ে স্হাপিত। মূল প্রসাদের ও একটি বড় পুকুর। প্রসাদের মূল ভবনটি লালদিঘী রয়েছে। এছাড়া ও এখানে রয়েছে নবরত্ন মঠ ও আর বেশ কয়েকটা মঠ। সবগুলো ভবন মিলিয়ে মোট কক্ষ রয়েছে ৫৫ টি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও