বরিশালে দুই সংবাদকর্মীকে বেধরক পেটালেন সার্জেন্ট কাওছার হামিদ

ফেব্রুয়ারি ২১ ২০২১, ১২:০৮

Spread the love

বরিশাল :

বরিশাল নগরীতে পুলিশ সার্জেন্ট কর্তৃক দৈনিক আজকের তালাশের দুই সংবাদকর্মীকে লাঞ্ছিতের খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে নগরীর আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দৈনিক আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেন জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবরাখবর সংগ্রহের উদ্দেশ্যে রওনা হন দৈনিক আজকের তালাশ এর প্রতিবেদক ফাইজুল ইসলাম ও শিক্ষানবিশ প্রতিবেদক হাসিবুল ইসলাম। তারা আমতলার মোড় এলাকায় পৌঁছালে সেখানে দায়িত্বরত সার্জেন্ট তাদের রুপাতলী এলাকায় যেতে বাধা দেন এবং সংবাদকর্মীদের গাড়ির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র থাকা সত্ত্বেও একপর্যায়ে গাড়ির চাবি নিয়ে যান। তখন ওই দুই সংবাদকর্মী কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে ওই সার্জেন্ট সংবাদকর্মী ফাইজুল ইসলাম ও হাসিবুল ইসলামকে লাঞ্ছিত করে বলে জানান ভুক্তভোগীরা। এ ঘটনা জানতে পেরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ফাইজুল ইসলামকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের ব্যবস্থা চলছে বলে জানিয়েছে দৈনিক আজকের তালাশ কর্তৃপক্ষ। তালাশের সম্পাদক মারুফ হোসেন আরও জানান, গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই নাটকিয়তার জন্ম দেন সার্জেন্ট কাওছার হামিদ। নিজেকে বাঁচাতে উল্টো নিজের পোষাক ছিঁড়ে ওই দুই সংবাদকর্মীর উপর দোষ চাপাতে শুরু করেন তিনি।

 

আহত সংবাদকর্মী ফাইজুল ইসলাম জানান, সার্জেন্ট কাওছার অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আমাদের চড় থাপ্পড় মারতে থাকে। হাতে থাকা ওয়্যারলেস দিয়ে আমার মাথায় বেশ কয়েকবার আঘাতও করে।

 

আহত শিক্ষানবিশ সংবাদকর্মী হাসিব জানান, আমাদের পুলিশ বক্সে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে কাকুতি-মিনতি করার পরেও সে মারধর করে।

পরবর্তীতে ট্রাফিক বিভাগের উর্দ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকৃত ঘটনা শুনে সংবাদকর্মী হাসিবকে ছেড়ে দেওয়া হয়। এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, পাওয়ার অব জার্নালিষ্ট এসোশিয়েশনসহ বরিশালের সাংবাদিক মহল।

এদিকে ওইদিন আমতলার মোড় এলাকায় বেশ কয়েকজন রিকসা ড্রাইভারকে মারধরের অভিযোগ রয়েছে কাওছার হামিদের বিরুদ্ধে। যার একটি ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌঁছেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও