দিনাজপুর চিরিরবন্দরে ২১’র প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১ ২০২১, ১২:৪৭

Spread the love

এনামুল মবিন (সবুজ) দিনাজপুর.দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে ।রোববার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে চিরিরবন্দর রেলস্টেশনের প্রবেশ মুখে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চিরিরবন্দর উপজেলার সকল প্রশাসন।

এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান ও উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান ।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা সারফরাজ হোসেন,ফায়ার সার্ভিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও