চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু’ চেয়ার পেলেন অধ্যাপক ডঃ মুনতাসীর মামুন

মার্চ ০৪ ২০২১, ২০:৫৬

Spread the love

আনোয়ার হোসেন রনি, খুলশী প্রতিনিধি, চট্রগ্রাম : চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু ‘ চেয়ার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রখ্যাত ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু গবেষক ড: মুনতাসীর মামুন। ২৭ ফেব্রুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫২৯ তম সিন্ডিকেট সভার ৪র্থ এজেন্ডার সিদ্ধান্তক্রমে আগামী ২ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

ঢাকা শহরের অতীত ইতিহাস নিয়ে তিনি গবেষণা করে থাকেন। তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। এর আগে তিনি বাংলা একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কার,একুশে পদক (২০১০), নূরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পুরস্কার, প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩), মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়েন্স শহর কর্তৃক অনারেল ইন্টারন্যাশনাল অনারাবি সিটিজেনশিপ স্বীকৃতি লাভ করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও