আজ ঐতিহাসিক ৭ মার্চ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

মার্চ ০৭ ২০২১, ১৭:১০

Spread the love

আগমনী ডেস্কঃ বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রথমবারের মতো   ঐতিহাসিক ৭ মার্চ আজ জাতীয়ভাবে  উদযাপিত হচ্ছে।

রোববার (০৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

পরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এর পরপরই দলের অঙ্গ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উদযাপনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও