মানিকগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭-মার্চ” দিবস উদযাপিত হচ্ছে।

মার্চ ০৭ ২০২১, ১৯:৫৩

Spread the love

মানিকগঞ্জ প্রতিনিধিঃ দেশে প্রথমবারের মত ক-শেণির রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে ” ঐতিহাসিক ৭-মার্চ” দিবস উদযাপিত হচ্ছে।
মানিকগঞ্জ এ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন এর সাথে সাথে নানা ধরনের আয়োজন এর সমারোহ নিয়ে দিবসটি পালিত হচ্ছে।
সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জাতির সূর্য-সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের অংশগ্রহণে ৭-মার্চ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব এস এম ফেরদৌস, জেলাপ্রশাসক মানিকগঞ্জ ।সেই সাথে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিফাত রহমান শামীম, পিপিএম, পুলিশ সুপার মানিকগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দীন, চেয়ারম্যান জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সালাম, বিজ্ঞ পিপি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন উদ্দিন খান, সাবেক ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওবাইদুল ইসলাম ইয়াকুব, সাবেক কমান্ডার, মানিকগঞ্জ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও