উচ্চাকাঙ্ক্ষার বলি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র নাজমুল হাসান

মার্চ ০৮ ২০২১, ১২:৩১

Spread the love

আনোয়ার হোসেন রনি, খুলশী প্রতিনিধি, চট্টগ্রামঃ আত্নহত্যা করা শিক্ষার্থী নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।পারিবারিক কোনো সমস্যা ছিলো না।মানসিক টেনশানের কারনে এমনটি করে থাকতে পারে বলে ধারনা করা হয়েছে। তিনি সেনাবাহিনীর অফিসার পদে দুইবার ও মেডিকেল ভর্তির জন্য দুই বার চেষ্টা করেও সফল হয়নি নাজমুল হাসান।এজন্য মানসিক বিপর্যস্ত ছিলো সে।

চিরকুটে নাজমুল হাসান লিখেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছি। “ডারউইন বলেছিলেন Survival for fittest but I not even fit.আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে মাফ করে দিবেন।তিনি আরও লিখেন আম্মু আমাকে মাফ করে দিয়েন।লিমনকে খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমি পারিনিই। তাই ক্ষমাপ্রার্থী।

তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুল গ্রামে। বাবা মো: কামাল হোসেন সেনাবাহিনীতে কর্মরত আছেন।ওই শিক্ষার্থীর বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশী ও বন্ধু মোঃ আরমান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও