বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকেই ‘প্রকৃত স্বাধীনতার ঘোষণা’ বলা যায়ঃপ্রধানমন্ত্রী

মার্চ ০৮ ২০২১, ১৩:২৮

Spread the love

আগমনী ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া ৭ মার্চের ভাষণকে ‘প্রকৃত স্বাধীনতার ঘোষণা’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

রোববার (৭ মার্চ) বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী নিজের সরকারি বাসভবন গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।

বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে ‘স্বাধীনতার সংগ্রাম’ কথাটি দুবার বলেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শেষের বার সব থেকে জোর দিয়ে বলেছেন। ফলে এটা যে স্বাধীনতার সংগ্রাম, এই যুদ্ধটা যে স্বাধীনতার যুদ্ধ হবে, সেই কথাটাই তিনি স্পষ্ট বলে গেছেন। কাজেই এটা একদিক থেকে বলতে গেলে সাতই মার্চ তো প্রকৃত স্বাধীনতার ঘোষণা।’

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় না। সত্যকে কখনও দাবিয়ে রাখা যায় না। আর বাঙালিকে দাবায়ে রাখা যায় না, এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন ৭ মার্চের ভাষণে। সেই সত্য আজ উদ্ভাসিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এই ভাষণ বিশ্ব স্বীকৃতি যেমন পেয়েছে, তেমনি জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে। প্রতিটি ভাষায় অনুবাদ করে এটি প্রচার করা হচ্ছে। ইউনেস্কো সেই পদক্ষেপ নিয়েছে। আমাদের প্যারিসের যিনি রাষ্ট্রদূত, তিনি এটা জানিয়েছেন। যে ভাষণ বাংলাদেশে একদিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আজকে জাতিসংঘে সেটা স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের প্রতিটি ভাষায় এই ভাষণটা অনুবাদ করা হয়েছে। সারাবিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্বীকৃতি পেয়েছে ৭ই মার্চের ভাষণ।’

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পটভূমি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটি জাতির জন্য তিনি শুধু রণকৌশলেই দিয়ে যাননি তিনি, নিজের জীবনটাকেও উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বলতেন, যা কিছু হোক দেশ স্বাধীন হবেই। শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসাবে না, যুদ্ধের রণকৌশলে তার এই বক্তৃতা কত যে কার্যকর এবং তার প্রতিটি পদক্ষেপ যে কত বাস্তবমুখী সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও