অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার গোয়ালিয়া পার্ক

জুন ০৭ ২০২১, ১৮:২৬

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে ‘গোয়ালিয়া ঢালা’ কক্সবাসার -টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে বেজুখাল ব্রীজ পর্যন্ত গেলেই চোখে পড়বে গোয়ালিয়া সড়ক। মূলত বেজুখাল ব্রীজ থেকেই প্রায় হেঁটে যাওয়া যায় এই পর্যটন স্পর্টে। ইতিমধ্যে অনেকের কাছে গোয়ালিয়া পার্ক মিনি বান্দরবান নামে পরিচিতি পেলেও সম্প্রতি ‘ রুপসী গোয়ালিয়া ‘ নামে বেশ পরিচিতি পেয়েছে।

প্রতিদিনই এই রুপসী গোয়ালিয়া স্পর্টে দূর-দূরান্তে থেকে এসে পর্যটকরা ভিড় জমাচ্ছে। নিরিবিলি পরিবেশ মুক্ত বাতাশ যেন পর্যটকদের মন জুড়িয়ে দেয়।বিশেষ করে ঘিঞ্জি শজরে ব্যস্তময় জীবনে বেড়ে উঠা অনেকেই শান্তির নীড় খুঁজে বেরিয়ে পড়ে রুপসী গোয়ালিয়া ভ্রমনে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নিজেকে মেনে ধরতে চাইলে রুপসী গোয়ালিয়ার কোন বিকল্প নেই।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও