১৮ বছর বয়সী শিক্ষার্থীরা পাবেন (কোভিড-১৯) করোনার টিকা

আগস্ট ২৪ ২০২১, ১০:৩৮

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ করোনা ভাইরাস এর টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ছিল ২৫ বছর কিন্তু ১৮ বছর বয়সী বা তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারা সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে (কোভিড-১৯) ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করতে পারবেন এখন থেকে।

বয়সের নতুন এই সীমা নির্ধারণের কারণে টিকার জন্য নিবন্ধনে সুরক্ষা অ্যাপেও https://surokkha.gov.bd পরিবর্তন আনা হয়েছে। অ্যাপে ছাত্র-ছাত্রীদের টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর উল্লেখ করা আছে।

টিকা গ্রহণে বিশেষ নির্দেশনা:

১। যারা নিবন্ধন করেছেন এবং তাদের মধ্যে যারা টিকা গ্রহণের তারিখ’সহ মেসেজ পেয়েছেন তারা নির্দিষ্ট তারিখে এনআইডি (ভোটার আইডি) কার্ড’সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে চলে আসবেন।

২। মেসেজ না পেলে কেউ টিকাদান কেন্দ্রে আসবেন না।

৩। যারা পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু কোন টিকা গ্রহণ করেন’নি তারা এই টিকা গ্রহণ করতে পারবেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও