জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস ১ জন গ্রেফতার

নভেম্বর ১৯ ২০২১, ১২:৩৩

Spread the love

জামালপুর জেলা প্রতিনিধি: গত কাল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন ধ্বংস করার জন্য অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, কামরুন্নাহার শেফা।১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল দশ টার দিকে এই অভিযান পরিচালনা করে।সে সময় চর আমখাওয়া ইউনিয়নের মকিরচর গ্রামের রাস্তার পাশে ও পাররামরামপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কারনে ৫ টি ড্রেজার মেশিন ধ্বংস ও এক হাজার ফিট পাইপ ভেঙে দেয়।
সে সময় বানিয়া পাড়ায় একজন ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়। দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্যট কামরুন্নাহার শেফা।

এসময় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান, এস আই আবতাব উদ্দিন, এস আই আঃ মান্নান, এ এস আই সেলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেয়। পরে মিতালী বাজারে অভিযান চালিয়ে খাবার হোটেলে নোংরা, পরিবেশ থাকায় ১৫ শত টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান এ ধরনের অভিযান সামনে অব্যাহত থাকবে। নদী ভাঙ্গন এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করার কারনে নদী ভাঙ্গন আরো বৃদ্ধি হচ্ছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও