দিনাজপুরে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ

জানুয়ারি ০৪ ২০২২, ২২:৩৪

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কন্যা শিশুকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি,২২) দুপুরে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বড় জয়দেবপুর গ্রাম থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে।এসময় নবজাতক শিশুটিকে চুরির অভিযোগে শিউলি আরা নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন দৈনিক আলোকিত পত্রিকাকে জানান, শিউলি বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করছে। প্রথম ঘরে সন্তান থাকলেও দ্বিতীয় ঘরে কোন সন্তান না থাকায় সে ওই নবজাতক শিশুকে চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। শিউলির স্বামী মোস্তাফিজুর রহমান একজন ট্রাক্টর চালক।

পুলিশ আরও জানায়, শিউলির ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। পরে শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম রোববার(২ জানুয়ারি,২২) দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। পরেরদিন সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতক শিশুকে রেখে শৌচাগারে যান।

সে সময় অপরিচিত এক নারী নবজাতক শিশুটিকে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতক শিশুকে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতক শিশুকে নিয়ে উধাও হয়ে যান অপরিচিত ওই নারী।

পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে সন্ধ্যায় কোতয়ালী থানা পুলিশ হাসপাতালে গিয়ে চুরি যাওয়া নবজাতক শিশুকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও