দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের প্রতীক বরাদ্দ সম্পন্ন 

জানুয়ারি ১৬ ২০২২, ১৯:০৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ আসন্ন দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি(সোমবার) বিরল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর বিরলে ৬টি ইউনিয়নের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ৭৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৯২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হওয়ায় এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

৬ টি ইউনিয়নের মধ্যে ৩নং ধামইর ইউপি’র চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দীন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী লাইসুর রহমান ও সাইদুর রেজা। ৪নং শহরগ্রাম ইউপি’র চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ০৬ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ওয়াহেদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হাছান আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, আজিমুল ইসলাম ও রফিকুল ইসলাম। ৬নং ভান্ডারা ইউপি’র চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মামনুর রশিদ মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান, আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক।
৮নং ধর্মপুর ইউপি’র চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুর ইসলাম ও ওমর ফারুক। ৯নং মঙ্গলপুর ইউপি’র চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান সেরাজুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (আনারস), আহসানুল হক, পমির উদ্দীন ও রকিবুজ্জামান। ১০ নং রাণীপুকুর ইউপি’র চেয়ারম্যান পদের বৈধ প্রার্থী ৩ জন। প্রার্থীরা হলেনঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত আল্লামা আজাদ ইকবাল লাবু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম (মটর সাইকেল) ও মোল্লা সাজিদ আহাম্মেদ।

বিরল উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার ও কাহারোল উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সকল ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও