দিনাজপুর নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের।

জানুয়ারি ১৭ ২০২২, ১৮:৪০

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের নবাবগঞ্জে টিকা নিতে আসা শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ(১৪) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

আজ সোমবার(১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সালটি মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হুমায়ুন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য ইজিবাইকযোগে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। এ সময় শাল্টি মুরাদপুর নামক স্থানে বালুভর্তি একটি ট্রাক্টর ইজিবাইটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন এবং খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালককে আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও