চিরিরবন্দরে এতিম শিশুদের জন্য সেভ হাউস ও ফ্রি মেডিসিন সেন্টার উদ্বোধন

জুন ০৭ ২০২২, ২১:০২

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর চিরিরবন্দরে এতিম বাচ্চাদের জন্য সেভ হাউস ও মেডিসিন সেন্টার এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার(৭ জুন) সকাল অংকুর ফাউন্ডেশনের এর উদ্যোগে চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের হরানন্দপুর গ্রামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবনদর উপজেলা নির্বাহি অফিসার আয়েশা সিদ্দীকা।

অংকুর ফাউন্ডেশন তত্ত্বাবধানে এতিম শিশুদের লালন পালন ও পড়াশোনার জন্য অংকুর শিশু নিকেতন এবং স্থানীয় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ঐষধ সরবরাহর লক্ষে মেডিসিন ফার্মেসী চালু করা হয়।

এছাড়া উক্ত প্রতিষ্ঠানটিতে ৫ জন মেডিক্যাল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ ও ২জন দরিদ্র মেডিকেল শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি দায়িত্ব নিয়েছেন এবং গরিব অসহায় মানুষকে ফ্রি মেডিকেল চেকআপসহ চোখের চশমা ও ঔষুধ প্রদাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়ন চেয়ারম্যান নুরে কামাল, ডাক্তার,সিফাত,মিনহাজ, মাহফুজসহ অন্যন্য অতিথি বৃন্দ্র ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও