দিনাজপুর বিরলে ট্রে এর মাধ্যমে ধান বীজ বপন শুরু

জুন ০৮ ২০২২, ১১:০৮

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ ইরি-বোরো ধান উৎপাদন ও বীজ সংরক্ষণ কাজ শেষ হতে না হতেই আবারো নতুন করে আমন ধান বীজ উৎপাদনের প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা।

ব্রি-৫১ ধানের বীজ সরাসরি মাটিতে না রেখে ট্রে এর মাধ্যমে বপন কাজ শুরু করেন করেন কৃষক মতিউর রহমান।

মতিউর রহমান কৃষি যান্ত্রিকীকরণে বড় সমস্যা লম্বা ধানের গাছের জাতের পরিবর্তে গাছ খাটো জাতের ধান উদ্ভাবনের দাবি জানিয়েছেন। কারণ ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করা হলেও ধান গাছ লম্বার পরিবর্তে কিভাবে ছোট করা যায় এবং ফলন আশানুরূপ পাওয়া যায় সেদিকে নজর না দিলে ইরি-বোরো মৌসুমে ঝড়-বৃষ্টির কবলে ফলনের পূর্ব মুহুর্তে ঝড়ে পড়ে যায় ধান। এছাড়াও সে ধানগুলো মেশিন দিয়ে কাটা যায় না।

তাই বিজ্ঞানীদেরকে অনুরোধ করে প্রতিনিয়তঃ জাত বাহির না করে যেসব জাত খাটো এবং উচ্চ ফলনশীল সেইসব জাত উদ্ভাবনে মহাপরিকল্পনা গ্রহণ এবং কৃষি যান্ত্রিকীকরণ সফল করার আহবান জানান তিনি।

একইসাথে ভালো বীজ উৎপাদন করে বিএডিসিতে সরবরাহ করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত বিরলের এই গুণি কৃষক মতিউর রহমান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও