বাগেরহাটে আর্জেটিনা সমর্থকরা আর্জেটিনাকে সমর্থন দেওয়ার জন্য আনন্দ মিছিল করেছে

নভেম্বর ১৯ ২০২২, ১১:৪৩

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ক্রাইম রিপোর্টারঃবাগেরহাটে আর্জেটিনা সমর্থকরা তাদের প্রিয় দল আর্জেটিনাকে সমর্থন দেওয়ার জন্য আনন্দ মিছিল করেছে। শুক্রবার(১৮ নভেম্বর) সকালে তরুন সমাজসেবক রাজু আহমেদের সার্বিক সহযোগিতায় বাগেরহাট শহরের রেলরোড থেকে একটি বিশাল আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবার রেল রোডে এসে শেষ হয়।

কাতার বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো দেশ। প্রিয় দলকে হাজার মাইল দূর থেকে শুভকামনা জানিয়ে এ আনন্দ মিছিল করেন মেসি-ডি মারিয়াদের শত শত ভক্ত।সমর্থকদের আশা নিজের শেষ বিশ্বকাপ আসরে শিরোপা জিতবে এলএম টেন মেসি।

এরই মধ্যে কাতারে বিশ্বকাপের ২২তম আসরে অংশ নিতে পৌঁছে গেছে ৩২টি দল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পর্দা উঠতে আর মাত্র দুদিন বাকি।এরই মধ্যে হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসিরআর্জেন্টিনা।

মিছিলে আসা আর্জেটিনা ভক্তরা বলছেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসি এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। আমরা নাচ,গান গেয়ে আজ আমরা আনন্দ উল্লাস করছি। জেলার আর্জেন্টাইন সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর হয় শহরের রাস্তা আর্জেন্টিনার পতাকা, ব্যানার, বাশি, প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিলে অংশ নেয় শতশত সমর্থক। ফুটবল বিশ্বকাপ এলেই আনন্দে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। কাতার বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। র‍্যালি শেষে বিশ্বকাপের সব খেলা রেল রোড সহ শহরের বিভিন্ন জায়গায় দেখান হবে বলে জানায় আয়োজকরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও