বালিয়াডাঙ্গীতে জমির বন্টন সঠিক না করাতে থানায় অভিযোগ দায়ের করেছেন জুয়েল রানা

জানুয়ারি ২০ ২০২৩, ২১:৫১

Spread the love

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সঠিকভাবে জমির পরিমাণ বন্টন না করাতে থানায় অভিযোগ করেছেন জুয়েল রানা নামের এক ব্যক্তি। ভুক্তভোগী বলছে আমার পিতা চৈতু মোহাম্মদ বিয়ে করেছেন দুইটি। তার মধ্যে আমার মা বাবার ২য় বৌ। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাকে বিবাদী গন হলো রওশন আলী( ৪৫)হবিবর রহমান (৪০) হাজির উদ্দিন(৩৫) শরিফুল( ৫৫) অল্প কিছু জমি দিয়ে আলাদা করে দেয়।

আমি এখন বড় হইছি আমার সৎ ভাইদের কাছে সঠিক জমির চাইতে গেলে আমাকে বলে জমিতে আসলে মেরে পুতে ফেলবো বলে মেরে ফেলার হুমকি দেয়। তাই আমি থানায় এসে আমার জীবনে নিরাপত্তার জন্য এবং আমার সঠিক জমির পরিমান যেন বুঝে পাই এইজন্যই থানায় অভিযোগ করেছি।
বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় ওসি (তদন্ত) মামুন সাহেব জানান, “অভিযোগ পাইছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে”।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও