ঘুম থেকে উঠে মেয়ে দেখলেন গাছে ঝুলছে বাবার লাশ

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর ঘোড়াঘাটে বাড়ির সামনে উঠানে থাকা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের বাসিন্দা।
তথ্য নিশ্চিত করে ঘোড়াঘাট থানা পরিদর্শক(তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, ভোরে শহিদুলের মেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হন। এসময় বাড়ির উঠানে থাকা আমগাছে বাবার মরদেহ ঝুলতে দেখেন এবং পুলিশে খবর দেন।
তিনি আরো জানান, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।