ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ১২টি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা

ফেব্রুয়ারি ০৭ ২০২৩, ১৬:২৮

Spread the love

নুর আলমঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ১২ টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতের কোনো এক সময় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া গ্রামে ৩ টি মনিসা প্রতীমা,, চাড়োল সাবাজপুর পশ্চিমনাথপাড়া মোড়ে একটি ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি হরিবাসর মন্দিরে তিনটি রাধাকৃষ্ণ প্রতিমা,নরেনের বাড়ীর সামনে মনসা মন্দিরের প্রতিমা,কামাতপাড়া সিন্দুর পিন্ডি নির্মল চন্দের বাড়ির পূর্ব পাশে দুটি মন্দিরের প্রতিমা, ধুকুরঝাড়ী টাকাহারা রাস্তার পাশে দুটি মনসা প্রতিমাসহ ৩ টি ইউনিয়নে মোট ১২ টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূপুর কুমার চ্যাটার্জী বলেন, ‘কে বা কারা রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে জানাই প্রশাসন বিষয়টি তদন্ত করছে তাছারা আমরা সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কথা বলছি তারা এ বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে এটি আমার দৃঢ় বিশ্বাস।

খবর পেয়ে আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ‘প্রতিমা ভাংচুর একটি জঘন্যতম ঘটনা।এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ নেবে।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও