বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

মার্চ ১০ ২০২৩, ১৪:৪০

Spread the love

নুর আলম, ঠাকুরগাঁও:১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের মহাকাব্যিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কালজীয় সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির নিশানা।
ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন

সোমবার সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী
অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেহা তুজ জোহরা এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
এসময়
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুলফিকার আলী, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সামিম, জেটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি সাংবাদিক জানে আলম প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ৭ই মার্চ ভাষণের উপর বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও